Advertisement
১৮ মে ২০২৪

ডিমা হাসাওয়ে বাড়তি দাওট্যাক্স

ডিমা হাসাওয়ে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ও দাওট্যাক্স নবীকরণ তা তা নতুন পেতে হলে অতিরিক্ত টাকা দিতে হবে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গারলোসার নেতৃত্বাধীন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০২:২৭
Share: Save:

ডিমা হাসাওয়ে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ও দাওট্যাক্স নবীকরণ তা তা নতুন পেতে হলে অতিরিক্ত টাকা দিতে হবে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গারলোসার নেতৃত্বাধীন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এতেই সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। বেশি সঙ্কটে ক্ষুদ্র উদ্যোগপতিরা। তাঁরা জানিয়েছেন, পরিষদ কর্তৃপক্ষ সব ব্যবসায়ীর জন্য একই পরিমাণ কর নির্ধারণ করেছে।

ডিমা হাসাও জেলায় ব্যবসা করতে হলে ‘দাওট্যাক্স’ থাকা প্রয়োজন। আগে সে জন্য ৩-৪ হাজার টাকা দিতে হতো। বর্তমান পরিষদ কর্তৃপক্ষ তা ১০ হাজার টাকা করেছে। এখন থেকে দাওট্যাক্স নবীকরণ বা নতুন ভাবে তা পেতে হলে ১০ হাজার টাকা দিতে হবে। ট্রেড লাইসেন্স নবীকরণ বা নতুন করতে হলে লাগবে ১০ হাজার ৫০০ টাকা। জেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই পরিষদ নির্ধারিত ওই টাকা দিতে সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন।

আজ প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য সমরজিৎ হাফলংবার পরিষদের কার্যনির্বাহী সদস্য দেবলাল গারলোসাকে দাওট্যাক্স সংক্রান্ত নতুন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tax trade liecense
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE