ধরপাকড়ের পালা শুরু হয়েছিল গত বছর থেকেই। পঞ্জাব ও চণ্ডীগড়ের প্রায় ৫০ হাজার কোটি টাকার পঞ্জি স্কিম মামলায় ব্যবসায়ী এবং ‘পার্লস অ্যাগ্রো-টেক কর্পোরেশন লিমিটেড’ (পিএসিএল)-এর ডিরেক্টর গুরনাম সিংহকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের ‘আর্থিক অপরাধ দমন শাখা’ (‘ইকনমিক অফেন্স উইং’ বা ইওডব্লিউ)।
৬৯ বছর বয়সি গুরনামকে পঞ্জাবের রূপনগর থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় বলে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রের খবর। গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে পার্লস গ্রুপের বিরুদ্ধে বেআইনি আর্থিক লগ্নি সংক্রান্ত কার্যকলাপের অভিযোগে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল সিবিআই। সংস্থার কয়েক জন আধিকারিক-সহ প্রায় এক ডজন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছিল সে সময়। এর পর সমান্তরাল তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ ইওডব্লিউ।
আরও পড়ুন:
অভিযোগ পার্লস গ্রুপটি দেশের ১০ রাজ্যের প্রায় ৫০ লক্ষ বিনিয়োগকারীর কাছ থেকে ৫০ হাজার কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের নামে। কোনও আইনি অনুমোদন ছাড়াই, প্রতারণার উদ্দেশ্যে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি, পিএসিএল কর্তৃপক্ষ লগ্নি সংগ্রহের আগে বিধি মেনে ‘নন-ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল কোম্পানি’ হিসেবে সংস্থার নাম নথিভুক্তও করাননি! উত্তরপ্রদেশ ইওডব্লিউ-এর প্রধান নীরা রাওয়ত শুক্রবার বলেন, ‘‘গুরনামকে নিয়ে ১০ জন মূল অভিযুক্তের মধ্যে পাঁচ জনকে আমরা গ্রেফতার করলাম।’’