ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর যে কোনও জায়গায় হামলা চালাতে পারে ভারত। বক্তা ভারতের কেউ নন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ভারতের সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানের সকলকে সতর্ক করেছেন তিনি।
একই সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সুরেই পহেলগাঁও কাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছেন তিনি। আসিফের কথায়, এই ধরনের তদন্ত ভারত নিজেই (জঙ্গি হামলায়) জড়িত, না অভ্যন্তরীণ কোনও গোষ্ঠী, তা প্রকাশ্যে আনবে।” সে ক্ষেত্রে নয়াদিল্লির (পাক-যোগ নিয়ে) ভিত্তিহীন অভিযোগ স্পষ্ট হয়ে যাবে বলে দাবি তাঁর।
সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “খবর আছে যে, নিয়ন্ত্রণরেখা বরাবর যে কোনও জায়গায় ভারত হামলা চালাতে পারে।” তার ‘সমুচিত জবাব’ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অবশ্য ভারতের সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানের মন্ত্রীদের আশঙ্কাপ্রকাশ নতুন নয়। এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউর তারার দাবি করেছিলেন, গোয়েন্দা সূত্রে তিনি খবর পেয়েছেন, ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। সেই রকম কিছু অবশ্য এখনও পর্যন্ত হয়নি।
আরও পড়ুন:
ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার আবহে সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানান, ‘পাকিস্তানের জাতীয় মর্যাদা এবং জনগণকে সুরক্ষিত করতে’ তাঁরা যে কোনও আক্রমণের জবাব দিতে প্রস্তুত। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই ভারত-পাক সম্পর্ক তলানিতে নেমেছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ইসলামাবাদের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পাল্টা পদক্ষেপ করেছে পাকিস্তান। পুরোদস্তুর যুদ্ধ না শুরু হলেও দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে তাল ঠুকছে। এই আবহে পাক প্রতিরক্ষামন্ত্রী হামলার আশঙ্কাপ্রকাশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।