ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ ঘোষণা করেছিল, তা সফল। সংঘর্ষবিরতির সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে। এই সাফল্যকে তুলে ধরে রবিবার সারা দেশে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালন করতে বললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। দেশ জুড়ে উৎসব ঘোষণা করে দিয়েছেন তিনি। রবিবার সারাদেশে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালন করার ডাক দিয়েছেন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট উল্লেখ করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ ঘোষণা করেছিল। ভারত থেকে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছিল একাধিক পাকিস্তানি জঙ্গিঘাঁটি। পাকিস্তানের দাবি ছিল, ভারতের আক্রমণে প্রাণ গিয়েছে বহু সাধারণ মানুষের। এর পর শনিবার সকালে প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ ঘোষণা করে ইসলামাবাদ। আরবি এই শব্দবন্ধের অর্থ ‘শিসার তৈরি কঠিন কাঠামো’। শনিবার বিকেলেই দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষিত হয়। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতিকে সাফল্য হিসাবেই দেখছে পাকিস্তান। তাদের প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, রবিবার দিনটি ‘ইয়ুম-ই-তাশাকুর’ হিসাবে পালিত হবে।
আরও পড়ুন:
পাক প্রধানমন্ত্রী শরিফের বক্তব্য, ‘‘শত্রুর আগ্রাসনের কার্যকর এবং উপযুক্ত জবাব দিয়েছে আমাদের অপারেশন বুনিয়ান-আন-মারসুস। ভারতের আগ্রাসন সত্ত্বেও পাকিস্তানের রক্ষণ শক্তিশালী ছিল। আমরা দেখিয়েছি, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে আমরা প্রস্তুত।’’ এর পরেই উৎসব ঘোষণা করে শরিফ বলেন, ‘‘পাকিস্তানের সশস্ত্র সৈনিকদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। সারাদেশ ওঁদের পাশে আছে। আমরা ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালন করব।’’
‘ইয়ুম-ই-তাশাকুর’ কী? এটিও একটি উর্দু শব্দবন্ধ, যার অর্থ ‘কৃতজ্ঞতার দিন’ বা ‘ধন্যবাদ জানানোর দিন’। ভারতের বিরুদ্ধে সাফল্যের জন্য পাকিস্তানি সেনাকে ধন্যবাদ দিয়ে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালন করার ডাক দিয়েছেন শরিফ। সশস্ত্র বাহিনীকেই উৎসর্গ করেছেন এই সাফল্যের দিন।
শনিবার বিকেলে সংঘর্ষবিরতি ঘোষিত হলেও রাতে কয়েক ঘণ্টার মধ্যে সেই চুক্তি পাকিস্তান লঙ্ঘন করে পাকিস্তান। পশ্চিম সীমান্তে নতুন করে গোলাবর্ষণ করা হয়, শোনা যায় বিস্ফোরণের শব্দ। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ‘শেলিং’-এর ভিডিয়ো প্রকাশ করে প্রশ্ন তোলেন, ‘‘সংঘর্ষবিরতির কী হল?’’
পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী রাত ১১টার পর সাংবাদিক বৈঠক করেন এবং এই আচরণের নিন্দা করেন। কড়া বিবৃতি দেয় ভারত। তার পর রাতে নতুন করে জম্মু-কাশ্মীর বা সীমান্তলাগোয়া রাজ্যগুলিতে আর বিস্ফোরণ বা গোলাবর্ষণ হয়নি। পাকিস্তান অবশ্য দাবি করেছে, তারা সংঘর্ষবিরতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। দায়িত্বের সঙ্গে তাদের বাহিনী সীমান্তে পরিস্থিতি সামাল দিচ্ছে। পাল্টা ভারতের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ করে ইসলামাবাদ। ফলে সংঘর্ষবিরতির পরেও দুই দেশের মধ্যে চাপানউতর চলছে।