জওহরলাল নেহরু মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় কংগ্রেস! নাম না করে তাঁর অভিযোগ, একটি পরিবারের (নেহরু-গান্ধী পরিবার) জন্য স্বাধীনতা সংগ্রামের অন্য দিকপাল নেতাদের উপেক্ষা করা হয়েছে।
সেই সঙ্গে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী শুক্রবার বলেন, ‘‘ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে আপস করা হয়েছে। ওদের (কংগ্রেস) চোখের সামনে অনুপ্রবেশকারীরা ভারতে ছেয়ে গিয়েছে, তা সত্ত্বেও চোখ বন্ধ করে রাখা হয়েছে।’’ গুজরাতের নর্মদা জেলার কেভাড়িয়ায় সর্দার পটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, ‘‘কংগ্রেস ব্রিটিশের দাস ছিল। ওরা বন্দেমাতরমের একটি অংশ বাদ দিয়ে দিয়েছিল।’’ কংগ্রেসের জমানায় ভোটব্যাঙ্কের স্বার্থে বন্দেমাতরমের একটি পংক্তি বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে তিনি।
আরও পড়ুন:
মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী (তথা উপপ্রধানমন্ত্রী)-র জন্মদিবস সরকারি ভাবে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে পালন করা হয়। সেই সরকারি কর্মসূচি থেকে নাম না করে বিরোধীদের অনুপ্রবেশ প্রসঙ্গে খোঁচা দিয়ে মোদী বলেন, ‘‘এই প্রথম অনুপ্রবেশ সমস্যা মেটাতে কড়া অবস্থান নিয়েছে দেশ। লালকেল্লা থেকে আমি ডেমোগ্রাফিক (জনবিন্যাস) মিশনের ডাক দিয়েছিলাম। কিন্তু আমরা যখন সমস্যা মেটাতে পদক্ষেপ করছি, তখন অনেকেই জাতীয় স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। অনুপ্রবেশকারীদের স্বার্থ সুরক্ষিত করতে রাজনৈতিক লড়াই করছে।’’