Advertisement
E-Paper

এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী রাধাকৃষ্ণনকে সমর্থন করুন! রাজনাথের পর বিরোধীদের আর্জি প্রধানমন্ত্রী মোদীর

রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন জেপি নড্ডা। বেছে নেওয়া হয়েছে তামিলনাড়ুর বর্ষীয়ান বিজেপি নেতাকে। প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ তাবড় নেতাদের উপস্থিতিতে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৩:০৬
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। সিপি রাধাকৃষ্ণন (ডান দিকে)

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। সিপি রাধাকৃষ্ণন (ডান দিকে) — ফাইল চিত্র।

এ বার বিরোধীদের এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করার আর্জি জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লিতে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থীর সঙ্গে দেখা করার পর সমাজমাধ্যমে পোস্ট করে রাধাকৃষ্ণনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তাঁকে সমর্থন করার আবেদনও জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই রাজনাথ সিংহ এ বিষয়ে সব দলের নেতার সঙ্গে আলোচনা করছেন, যাতে সাধারণ কমিটির মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচনের পথ সহজ হয়। মোদী বলেন, ‘‘রাজনাথ সিংহ সকলের সঙ্গে ধারাবাহিক ভাবে আলোচনা করছেন। এনডিএ-র প্রার্থীকে সর্বসম্মতভাবে সমর্থন করুন।’’

সোমবার দিল্লিতে রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন মোদী। এর পর প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “থিরু সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা হল। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য তাঁকে আমার শুভেচ্ছা জানালাম। তাঁর জনসেবা এবং বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের জাতিকে ব্যাপক ভাবে সমৃদ্ধ করবে। যে নিষ্ঠা এবং দৃঢ়তার সঙ্গে তিনি জাতির সেবা করে চলেছেন, তিনি যেন সর্বদা সেই একই নিষ্ঠা এবং দৃঢ়তা নিয়ে তা করে যান।” মোদীর মতে, রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদের জন্য অত্যন্ত যোগ্য। তাঁর বিতর্কমুক্ত জীবনযাপন এবং বিনয়েরও প্রশংসা শোনা গিয়েছে মোদীর মুখে।

রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে তামিলনাড়ুর বর্ষীয়ান বিজেপি নেতাকে। প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ তাবড় নেতাদের উপস্থিতিতে বিজেপির সংসদীয় বোর্ডের একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপাল। এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। সে সময় তেলঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসাবে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে। তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে চার দশকেরও বেশি কাটানো এ হেন রাধাকৃষ্ণনকে প্রার্থী করে দক্ষিণভারতে ‘দল ভারী’ করতে চাইছে পদ্মশিবির।

তবে বিরোধী জোট ইন্ডিয়া এখনও উপরাষ্ট্রপতি পদের জন্য কোনও প্রার্থী ঘোষণা করেনি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে সংসদের সব বিরোধী দলের নেতাকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি, ওই বৈঠকের পর আনুষ্ঠানিক ভাবে ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

PM Narendra Modi CP Radhakrishnan Vice President NDA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy