এক সদ্যোজাতের মৃতদেহ মুখে নিয়ে ঘুরছে সারমেয়! সম্প্রতি মধ্যপ্রদেশের রেওয়া শহরের এমনই একটি ভিডিয়ো পুলিশের নজরে এসেছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ভিডিয়োটি রেওয়ার সিভিল লাইন্স থানা এলাকার। সেখানে জয়স্তম্ভ চকের কাছাকাছি একটি অঞ্চলে ওই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়েছে বলে অনুমান পুলিশের। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োর প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ! সদ্যোজাতের দেহ কে বা কারা ফেলে রেখে গিয়েছিল, তা জানার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।
গত দেড় মাসে তিন বার আবর্জনার মধ্যে থেকে উদ্ধার হল সদ্যোজাতের দেহ। তার মধ্যে দু’বার শিশুর দেহ মুখে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে রেওয়ার পুলিশ সুপার বিবেক সিংহ বলেন, “একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে একটি কুকুর এক সদ্যোজাতের দেহ মুখে নিয়ে ঘুরছে। দৃশ্যটি খুবই ভয়াবহ। খবর পেয়ে সিভিল লাইন্স থানার পুলিশকর্মীদের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে কুকুরটিকে তাড়া করা হলে, সদ্যোজাতের দেহ ফেলে সেটি পালিয়ে যায়। দেহটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।”
আরও পড়ুন:
এই ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ করেছে পুলিশ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো এবং এলাকার সিসি ক্যামেরার ফুটেজগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যাঁরা ওই কুকুরটিকে ক্যামেরাবন্দি করেছিলেন, তদন্তের স্বার্থে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সুপার জানান, সদ্যোজাতের দেহ ফেলে যাওয়ার ঘটনায় জড়িতকে খুঁজে বার করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সদ্যোজাতের দেহ এই ভাবে ফেলে যাওয়ার ঘটনাকে ‘নারকীয় কাজ’ বলে ব্যাখ্যা করছেন পুলিশ সুপার। অভিযুক্তের সন্ধান পেতে সাধারণ মানুষেরও সহযোগিতা চেয়েছেন তিনি।