অনলাইনে বরাত দিলেই একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে ওয়ান শটার, পিস্তল। অনলাইনে রমরমিয়ে অস্ত্র কারবারের বড় চক্র ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ। আজমগড়ে বেআইনি অস্ত্র কারখানার হদিস মিলল। তল্লাশি অভিযানে গিয়ে কারখানার ভিতরে অস্ত্র তৈরির আয়োজন এবং ব্যবস্থা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরাও।
পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র কারখানা থেকে পাঁচ দুষ্কৃতীকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, অস্ত্র কারবারের জন্য নিজেরাই অনলাইন প্রযুক্তির সাহায্য নিয়েছিল। আর পুরো কারবার চলত অনলাইনেই। পিস্তল এবং নানা ধরনের দেশি বন্দুকের বরাত আসত অনলাইনেই। আর সেই বরাত মতো গ্রাহককে ‘হোম ডেলিভারি’ও করা হত।
আরও পড়ুন:
আজমগড়ের পুলিশ সুপার হেমরাজ মীনা জানিয়েছেন, বন্দুকের লাইসেন্স রয়েছে এমন অনেক ব্যক্তি এই চক্রের কাছ থেকে বেআইনি অস্ত্র কিনতেন। কারা এই চক্রের কাছ থেকে অস্ত্র কিনতেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এসপি জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে প্রচুর গুলি, বেশ কয়েকটি ম্যাগাজিন, সদ্য বানানো প্রচুর ওয়ান শটার এবং বানানো হচ্ছিল এ রকম অবস্থায় মিলেছে কিছু বন্দুক। এ ছাড়াও মোবাইল ফোন, নগদ টাকা, লেদ মেশিন-সহ বেশ কিছু যন্ত্রপাতিও উদ্ধার হয়েছে কারখানা থেকে। পুলিশ জানিয়েছে, মূলত এই কারবার চলত কুখ্যাত দুষ্কৃতী রবিকান্তের নেতৃত্বে। অস্ত্র সরবরাহের কাজ করত পঙ্কজ নিষাদ এবং মুন্সি নামে দুই দুষ্কৃতী।