Advertisement
০৬ মে ২০২৪
Narendra Modi

অ্যাম্বুল্যান্সকে পথ ছেড়ে দিতে ফের থেমে গেল প্রধানমন্ত্রী মোদীর কনভয়, গুজরাতের পর হিমাচলে

বুধবার কাংড়ার একটি নির্বাচনী সভা ফিরছিলেন মোদী। সে সময় উল্টোদিক থেকে একটি অ্যাম্বুল্যান্সকে আসতে দেখে কনভয় থামানোর সিদ্ধান্ত নেন তিনি।

অ্যাম্বুল্যান্সকে পথ করে দিতে থেমে গেল মোদীর কনভয়।

অ্যাম্বুল্যান্সকে পথ করে দিতে থেমে গেল মোদীর কনভয়। ভিডিয়ো থেকে প্রাপ্ত ছবি।

সংবাদ সংস্থা
শিমলা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৫:২৬
Share: Save:

অ্যাম্বুল্যান্সকে জায়গা করে দেওয়ার জন্য নিজের কনভয়কে কিছু সময়ের জন্য থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভোটমুখী হিমাচল প্রদেশে প্রচারের জন্য গিয়েছেন তিনি। সে রাজ্যের কাংড়ার একটি নির্বাচনী সভা থেকে ফিরছিল মোদীর কনভয়। এই ঘটনার কথা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের একাংশ প্রধানমন্ত্রীর ‘মানবিকতা’র প্রশংসা করেন।

এর আগেও গত ৩০ সেপ্টেম্বর নিজের রাজ্য গুজরাতে গিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দেওয়ার জন্য নিজের কনভয় থামিয়ে দিয়েছিলেন মোদী। ওই দিন আমদাবাদ থেকে গান্ধীনগরের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রীর কনভয়। একটি অ্যাম্বুল্যান্সকে রাস্তা পেরোতে দেখেই নিজের কনভয় থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মোদী। পরে সেই ঘটনার ভিডিয়ো টুইট করে গুজরাত বিজেপি জানায়, ‘ভিআইপি সংস্কৃতি’ কী ভাবে বন্ধ করতে হয়, তা প্রধানমন্ত্রীর কাছ থেকে সকলের শেখা উচিত।

সচরাচর দেশের কোনও রাজ্যে প্রধানমন্ত্রী গেলে তাঁর যাত্রাপথের সর্বত্র পরিষ্কার করা হয়। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। তবে বিজেপিশাসিত রাজ্যগুলির দাবি, প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস না করেই জনসাধারণের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কাজ করে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE