ভারত সফররত প্যারাগুয়ের প্রেসিডেন্ট স্যান্টিয়াগো পেনা প্যালাসিয়োসের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ‘গ্লোবাল সাউথ’-এর প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, ভারত এবং বিশ্বের দক্ষিণের বাসিন্দারা একে অপরের কাছ থেকে সন্ত্রাসবাদ মোকাবিলা, সংগঠিত অপরাধের চ্যালেঞ্জের বিষয়ে অনেক কিছুই শিখতে পারে। বাণিজ্য থেকে ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতা নিয়েও কথা হয়েছে দু’পক্ষের। পহেলগামের হামলার কথাও উঠে এসেছে দু’দেশের নেতার মধ্যে আলোচনায়।
সোমবার সকালে প্রেসিডেন্টের বিমান পালাম বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছয়। তাঁকে সেখানেই গার্ড অব অনার দেওয়া হয়। প্যালাসিয়োস ৪ জুন পর্যন্ত ভারতে থাকবেন। প্রধানমন্ত্রী ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের কূটনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক চলছে তাঁর। শিল্পপতিদের একটি অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাওয়ার কথাও রয়েছে। আজ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে পহেলগামের হামলার প্রসঙ্গ উঠেছে। ভারত পাকিস্তানের জঙ্গি শিবিরগুলি গুঁড়িয়ে দিয়েছে বলে প্রধানমন্ত্রীতাঁর অতিথিকে জানিয়েছেন। মোদীর কথায়, ভারত এবং প্যারাগুয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়বে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)