Advertisement
E-Paper

সলমনের সঙ্গে মোদীর তুলনা টানলেন প্রিয়ঙ্কা, মধ্যপ্রদেশে ভোটপ্রচারে খোঁচা শিন্ডেকেও

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ভোটগ্রহণ আগামী ১৭ নভেম্বর। বুধবারই ছিল প্রচারের শেষ দিন। সেই প্রচারে বিজেপির ‘মুখ’কে তীব্র আক্রমণ করলেন সনিয়া-কন্যা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৫:৩৯
Priyanka Gandhi

প্রিয়ঙ্কা গান্ধী। —পিটিআই।

মধ্যপ্রদেশে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে সলমন খানের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। বুধবার একটি নির্বাচনী সভা থেকে প্রিয়ঙ্কা বলেন, ‘‘এই রকম প্রধানমন্ত্রী আগে কখনও কেউ দেখেননি। যিনি সারা ক্ষণ নিজের পীড়ার কথাই বলে চলেছেন। কর্নাটকে গিয় লম্বা তালিকা দিয়ে বলেছিলেন, তাঁকে গালিগালাজ করা হচ্ছে। মধ্যপ্রদেশেও তাই বলছেন।’’

এর পরেই প্রিয়ঙ্কা বলেন, ‘‘প্রধানমন্ত্রী শুধু কেঁদেই চলেছেন। আপনারা সলমন খানের ‘তেরে নাম’ ছবিটি দেখেছিলেন? যেখানে সলমন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কেঁদেই গিয়েছিলেন। প্রধানমন্ত্রীও তেমন। আমি ভাবছি ওঁর জন্য একটা সিনেমা বানাতে বলব। নাম হবে ‘মেরে নাম’।’’

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ভোটগ্রহণ আগামী ১৭ নভেম্বর। বুধবারই ছিল প্রচারের শেষ দিন। সেই প্রচারে বিজেপির ‘মুখ’কে তীব্র আক্রমণ করলেন সনিয়া-কন্যা। ২০১৮ সালের ভোটে কংগ্রেস সরকার গড়লেও দেড় বছরের মধ্যে তা ভেঙে গিয়েছিল। কংগ্রেসের টিকিটে জেতা বিধায়কদের নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য শিন্ডে। পরে কেন্দ্রে মন্ত্রিসভা সম্প্রসারণে জ্যোতিরাদিত্যকে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী করেন মোদী। এক সময়ে জ্যোতিরাদিত্যের বাবা প্রয়াত মাধবরাও সিন্ধিয়া কংগ্রেস সরকারের ওই মন্ত্রকের দায়িত্বে ছিলেন। শেষবেলার প্রচার থেকে নাম না করে জ্যোতিরাদিত্যকেও নিশানা করেন প্রিয়ঙ্কা।

সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বলেন, ‘‘প্রধানমন্ত্রী খুব ভাল লোক চেনেন। যত গদ্দার, বিশ্বাসঘাতকদের দলে নিয়ে জায়গা করে দিয়েছেন। শুধু দুঃখ হয় বিজেপি, আরএসএসের পুরনো দিনের নেতাকর্মীদের কথা ভেবে। যাঁরা এত দিন লড়াই করলেন, এখন তাঁরাই নিজের দলে বহিরাগতদের স্যালুট ঠুকছেন।’’

Madhya Pradesh Assembly Election 2023 Priyanka Gandhi Vadra Congress BJP Narendra Modi Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy