কৃষক আন্দোলনের ‘ফসল হিসেবে’ এ বার পশ্চিম উত্তরপ্রদেশের রাজনীতিতে ইঙ্গিত মিলল নতুন সমীকরণের।
২৬ জানুয়ারি দিল্লির ট্র্যাক্টর মিছিল থেকে ছড়ানো হিংসায় উত্তরপ্রদেশের শিখ যুবক নবরীত সিংহের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার তাঁর প্রার্থনা সভায় যোগ দিতে উত্তরপ্রদেশের রামপুরে নবরীতের গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। ওই একই অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন রাষ্ট্রীয় লোক দলের নেতা জয়ন্ত চৌধুরী এবং সমাজবাদী পার্টির নেতারাও।
রামপুরের দিদিবা গ্রামে প্রিয়ঙ্কা নবরীতের পরিবারের লোকজনদের সঙ্গে প্রার্থনা সভায় যোগ দিয়ে বলেন, ‘‘নবরীতের বয়স ছিল মাত্র ২৫ বছর। আমার ছেলে ২০ বছরের। আমি ওঁর পরিবারকে বলতে চাই, আপনারা একা নন। সারা দেশ, আমরা সবাই আপনাদের পাশে রয়েছি।’’