Advertisement
২৬ এপ্রিল ২০২৪
CM Bhagwant Mann to get Z-plus security

হামলার আশঙ্কা! পঞ্জাবের মুখ্যমন্ত্রী মানকে ‘জ়েড প্লাস’ স্তরের নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র

দেশি-বিদেশি শক্তি মুখ্যমন্ত্রী মানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের একাংশের। তাই তাঁকে ‘জ়েড প্লাস’ স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল অমিত শাহের মন্ত্রক।

file image of Punjab CM Bhagwant Mann

জ়েড প্লাস স্তরের নিরাপত্তা পাচ্ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। — ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৯:০৫
Share: Save:

জ়েড প্লাস স্তরের নিরাপত্তা পাচ্ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে। তাই সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ৪৯ বছরের মানকে ঘিরে থাকবেন সিআরপিএফের ভিআইপি প্রোটেকশন স্কোয়াডের সশস্ত্র সদস্যেরা।

সূত্রের খবর, দেশের যেখানে যাবেন সেখানেই মানকে ‘জ়েড প্লাস’ নিরাপত্তা দেওয়া হবে। এই মর্মে আর্থিক বরাদ্দ চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ‘থ্রেট পারসেপশন’ বা হামলার আশঙ্কা খতিয়ে দেখার পর মানের উপর দেশি-বিদেশি আক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সেই পরিপ্রেক্ষিতেই মানকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ৫৫ জন ‘ভিআইপি প্রোটেকশন স্কোয়াড’-এর সদস্যকে বাছাই করে ফেলেছে সিআরপিএফ। সেই সঙ্গেই থাকবেন ১০ জন এনএসজি জওয়ানও। সূত্রের খবর, পঞ্জাব পুলিশের পাশাপাশি সিআরপিএফ মুখ্যমন্ত্রী মানের বাড়ি এবং তাঁর পরিবারের নিকটাত্মীয়দের সুরক্ষার দেখভালও করবে।

সম্প্রতি পঞ্জাবে খলিস্তানপন্থীদের গতিবিধি বৃদ্ধি পেয়েছে। স্বঘোষিত ধর্মগুরু অমৃতপাল সিংহের তাণ্ডবও দেখেছে পঞ্জাব। তাঁকে পুলিশ বন্দি করতে পারলেও আগামীতে অশান্তির বাতাবরণ তৈরি হয়েই আছে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষিতে দেশি-বিদেশি শক্তি মুখ্যমন্ত্রী মানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের একাংশের। তাই তাঁকে ‘জ়েড প্লাস’ স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল অমিত শাহের মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhagwant Mann Z Plus Security Amit Shah Punjab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE