Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Uttarakhand

Uttarakhand: এ বার পুষ্কর সিংহ ধামী, চার মাসে তৃতীয় মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত উত্তরাখণ্ডে

শুক্রবার রাতে রাজ্যপাল বেবি রানি মৌর্যের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তীরথ সিংহ রাওয়ত।

পুষ্কর সিংহ ধামী।

পুষ্কর সিংহ ধামী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
দেহরাদূন শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১৬:৩৭
Share: Save:

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিংহ ধামী। শনিবার বিকেলে রাজধানী দেহরাদূনে বিজেপি বিধায়কদের বৈঠকে সর্বসস্মত ভাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেব ধামীর নাম অনুমোদিত হয় বলে দলের তরফে জানানো হয়েছে। সেখানে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে হাজির ছিলেন নরেন্দ্র সিংহ তোমর।

ধামী উধম সিংহ নগর জেলার খটিমা কেন্দ্রের বিধায়ক। শনিবার রাতেই তিনি শপথ নিতে পারেন। শুক্রবার রাতে রাজ্যপাল বেবি রানি মৌর্যের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তীরথ সিংহ রাওয়ত। এরপর তাঁর উত্তরসূরি নির্বাচনের সক্রিয়তা শুরু হয়।

গত ১০ মার্চ ত্রিবেন্দ্র সিংহ রওয়াতের ইস্তফার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন গঢ়ওয়ালের সাংসদ তীরথ। কিন্তু কোভিড পরিস্থিতিতে বিধানসভা উপনির্বাচনে না হওয়ায় বিধায়ক হতে পারেননি তিনি। শুক্রবার পদত্যাগের পর তীরথ বলেন, ‘‘করোনার কারণে এখন উপনির্বাচন সম্ভব নয়। সাংবিধানিক সঙ্কট হতে পারে, সে কথা মাথায় রেখে নৈতিক কারণে ইস্তফা দিয়েছি।’’ যদিও তাঁর ইস্তফার কারণ হিসেবে রাজ্য বিজেপি-র অন্তর্দ্বন্দ্বের ‘খবর’ও সামনে এসেছে।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে বিধানসভা ভোট হবে পারে। তার আগে জাতপাত এবং আঞ্চলিক সমীকরণের অঙ্ক মাথায় রেখেই কুমায়ুন উপত্যকা লাগোয়া সমতলের ঠাকুর নেতা ধামীকে বিজেপি মুখ্যমন্ত্রী বেছে নিল বলে মনে করছেন রাজনীতির কারবারিদের অনেকে। ৪৫ বছরের নয়া মুখ্যমন্ত্রী দু’বারের বিজেপি বিধায়ক। ভগৎ সিংহ কোশিয়ারি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ পদে ছিলেন ধামী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE