পহেলগামের হামলায় নিহত নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাক্ষাতের পরে রাহুল জানিয়েছেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে গোটা দেশ ন্যায়ের জন্য অপেক্ষা করছে।
বিয়ের ক’দিন পরেই বিনয় নারওয়াল ও তাঁর স্ত্রী হিমাংশী কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। সেখানেই সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন বিনয়। তার পরে এই ঘটনার জন্য গোটা কাশ্মীরি বা মুসলিম সমাজকে দায়ী করা উচিত নয় বলে মন্তব্য করে সমাজমাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েছেন হিমাংশী। এর পরেই হিমাংশী ও বিনয়ের পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন কংগ্রেস সাংসদ রাহুল। মঙ্গলবার হরিয়ানার কারনালে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে কংগ্রেসের সাংসদ দীপেন্দ্র হুডাও ছিলেন। রাহুল পরে জানান, ‘এই শোকের মধ্যেও পরিবারের সাহস দেশকে বার্তা দিচ্ছে, আমাদের এক থাকতে হবে।’
পরিবারের সঙ্গে রাহুলের বৈঠকের পরে দীপেন্দ্র হুডা জানান, কোনও রাজনীতি নয়। বিনয় নারওয়ালকে শ্রদ্ধা জানাতে ও পরিবারকে সমবেদনা জানাতেই তাঁদের সঙ্গে রাহুল গান্ধী দেখা করেছেন। এর আগে কানপুরে গিয়ে পহেলগাম হামলায় নিহত শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন রাহুল। ওই হামলায় নিহতদের শহিদের মর্যাদা দেওয়ার দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)