প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘লোক দেখানো’ ছট পুজো নিয়ে গত কাল আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। যার জবাব দিতে দিনভর ব্যস্ত রইলেন মোদী। যার সুযোগ নিয়ে ভিন্ন অস্ত্রে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল। কী ভাবে ‘অপারেশন সিঁদুর’ থামাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ মেনে নিতে বাধ্য হয়েছিলেন ‘ভিতু’মোদী, সেই অভিযোগ ফের তুলে নিজের ঠাকুমা তথা ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টানলেন। নালন্দার জনসভায় রাহুল আজ বলেন, ‘‘১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে এক জন মহিলা হয়ে বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে অনেক সাহসী ছিলেনইন্দিরা গান্ধী।’’
গতকাল মুজফফ্রপুরের জনসভা থেকে নরেন্দ্র মোদীর নকল যমুনার জলে ডুব দিয়ে ছট পুজো করার পরিকল্পনাকে কটাক্ষ করেছিলেন রাহুল। বলেছিলেন, ‘‘আপনারা ভোট দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে নাচতে বললে তিনিও নেচেও দেবেন।’’ যদিও ওই ছট পুজো পরে বাতিল হয়ে যায়। আজ মুজফ্ফরপুরের মাটি থেকেই মোদী পাল্টাবলেন, ‘‘আমার সরকার যখন ছট পুজোকে ইউনেস্কোর আবহমান ঐতিহ্যের তালিকায় তোলার চেষ্টায় সক্রিয়, তখন রাহুল গান্ধীরা সেই পুজোকে অপমান করছেন।’’ বিহারি অস্মিতা উসকে দিয়ে তাঁর বক্তব্য, ‘‘রাহুল-তেজস্বীরা যে ভাবে ছট পুজোকে অপমান করেছেন, সেই অপমান বিহার আর বিহারের মা-বোনেরা কি সহ্য করবেন? মা-বোনেরা নির্জলা উপবাস রেখে সূর্যদেবকে অর্ঘ্য দেন। আরজেডি-কংগ্রেস তাকে নাটক বলছে। এ বিহারের অপমান।’’ অমিত শাহও লখিসরাইয়ের জনসভায় বলেন, ‘‘রাহুল, আপনি ও আপনার মা ছট পুজোর মাহাত্ম্য কী ভাবে বুঝবেন!’’
রাহুল অবশ্য আজ বেছে নিয়েছিলেন ভিন্ন অস্ত্র। তিনি বলেন, ‘‘১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে ইন্দিরা গান্ধী এক জন মহিলা হয়েও অনেক দক্ষতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন।’’ সিঁদুর-অভিযান বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্পের মোদীকে ফোন করা নিয়েও ফের সরব হন রাহুল। ট্রাম্প আজও প্রকাশ্যে দাবি করেছেন যে তাঁর ফোনেই ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছিল। ট্রাম্প যত বার ওই মন্তব্য করেছেন, ততবার তা অস্বস্তিতে ফেলেছে মোদী সরকারকে। আজ সেই অস্বস্তি খুঁচিয়ে দিয়ে রাহুল বলেন, ‘‘১৯৭১ সালের যুদ্ধের সময়ে আমেরিকা ভারতকে ভয় দেখাতে বিমান ও নৌবাহিনী পাঠিয়েছিল। তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাল্টা আমেরিকাকে বলে দেন, তোমরা যা ইচ্ছে করতে পার, ভারতের যা করণীয় তা ভারত করবে।’’
রাহুল এ-ও বলেন, ‘‘মহিলা হয়েও ওই পুরুষ (মোদী)-এর চেয়ে বেশি সাহসী ছিলেন ইন্দিরা। চ্যালেঞ্জ করছি, মোদীর যদি সাহস থাকে, তিনি বিহারের জনসভাথেকে বলুন, আমেরিকার প্রেসিডেন্ট মিথ্যা বলছেন। ...ট্রাম্প মিথ্যা বলছেন, এ কথা বলার সাহস নেইমোদীর। প্রধানমন্ত্রী আসলে ভয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করছেন না। তিনি লুকিয়ে রয়েছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)