Advertisement
E-Paper

টানা দুর্যোগের পর সকালে রোদ উঠল মুম্বইয়ে! কয়েক জায়গায় বৃহস্পতিতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, রাজ্যের দুর্যোগ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। যে সব এলাকায় ভারী বৃষ্টি চলছে, সেখানে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের মোতায়েন করে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব রকম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১১:০৪
ভারী বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বইয়ের ছবি।

ভারী বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বইয়ের ছবি। ছবি: পিটিআই।

টানা কয়েক দিন ধরে ভারী বৃষ্টির পর রোদ উঠল মুম্বই এবং সংলগ্ন এলাকায়! শহরের অলিগলিতে জল নামল। আগের ছন্দে চালু হল বাস পরিষেবাও। তবে স্বস্তি বেশি ক্ষণ টিকবে না। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবারও মুম্বই-সহ উত্তর কোঙ্কণের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে তাতে নতুন করে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা নেই।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, মুম্বইয়ের পাশাপাশি রাজ্যের দুর্যোগ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের যে সব এলাকায় ভারী বৃষ্টি চলছে, সেখানে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের মোতায়েন করে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব রকম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ফডণবীস বলেন, ‘‘জলাধারগুলি থেকে জল ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে, সে জন্য প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগও করেছে রাজ্য সরকার। মুম্বই এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে সামগ্রিক বৃষ্টিপাতের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু এলাকায় এখনও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই ক’দিনের বৃষ্টিতে মহারাষ্ট্র জুড়ে ১৪ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পরিস্থিতিত মূল্যায়নের পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য।

প্রসঙ্গত, গোটা অগস্ট মাস জুড়ে যা বৃষ্টি হওয়ার কথা মুম্বইয়ে, তা গত কয়েক দিনে হয়ে গিয়েছে। শহরের কোনও কোনও অংশে সোমবার ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছিল। টানা দুর্যোগে কোথাও থমকে গিয়েছিল রেল পরিষেবা। কোথাও আবার সাবওয়েতে ডুবে গিয়েছিল গাড়ি। শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছিল সড়ক পরিবহণও। তার মাঝে মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ে অন্তত দু’টি মনোরেল মাঝপথে বিকল হয়ে যায়। দুই ট্রেনে আটকে থাকা প্রায় ৮০০ জন যাত্রীকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিবর্ষণজনিত দুর্ঘটনার জেরে ২৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামল দিতে দিনরাত কাজ করছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল।

তবে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আকাশ পরিষ্কার হয়েছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রাতভর বৃষ্টিও হয়নি শহরে। আগামী তিন দিনে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।

Mumbai Mumbai Rain Heavy Rain Maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy