Advertisement
১৮ জুন ২০২৪

সীমান্তে শান্তি রাখছে চিনও, দাবি রাজনাথের

অধীরের বক্তব্য, চিনা সেনা মাঝেমধ্যেই ভারতের সীমানায় ঢুকে পড়ে। তার পরেই আগ্রাসী কূটনীতির পথে চলে যায় তারা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ০১:৩২
Share: Save:

ভারত ও চিন দু’দেশই সীমান্তে শান্তি বজায় রাখার চেষ্টা করছে বলে আজ দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সম্প্রতি চিনা সেনা লাদাখের ডেমচকে ভারতীয় সীমান্তের ছয় কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে বলে খবর প্রকাশিত হয়। লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী আজ বিষয়টি তুলে ধরলে রাজনাথ এই মন্তব্য করেছেন।

অধীরের বক্তব্য, চিনা সেনা মাঝেমধ্যেই ভারতের সীমানায় ঢুকে পড়ে। তার পরেই আগ্রাসী কূটনীতির পথে চলে যায় তারা। কংগ্রেস নেতা কী কারণে এ সব বিষয় সংসদে তুলছেন, তা নিয়ে প্রশ্ন তুলে রাজনাথের দাবি, ২০১৭ সালে ডোকলামে টানাপড়েনের পর থেকে ভারতীয় এবং চিনা সেনা নিজেদের পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে রেখেছে। উহানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের আলোচনার প্রসঙ্গও টেনে প্রতিরক্ষামন্ত্রী জানান, সেই বৈঠকেই ঠিক হয় সীমান্তে শান্তি রাখতে হবে।

তবে রাজনাথের বক্তব্য, ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি নিয়ে দু’দেশের ভাবনার ফারাক রয়েছে। সে কারণেই মাঝেমধ্যে বিভিন্ন ঘটনা ঘটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajnath Singh China India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE