অনলাইনে ট্রেনের টিকিট কাটলেই ‘অপারেশন সিঁদুর’-এর লোগো। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নিয়ে তাঁর মন্তব্য।
রেল মন্ত্রক ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এই প্রচার শুরু করায় কংগ্রেস-সহ বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলল, ফের সামরিক অভিযানকে রাজনৈতিক ফায়দার জন্য কাজে লাগানো হচ্ছে।
কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, ‘‘মানুষ ক্ষুব্ধ যে মোদীজি ট্রেনের টিকিটে অপারেশন সিঁদুরের সঙ্গে নিজের ছবি ছাপছেন। আরে ভাই! যিনি নিজের কোভিড টিকাকরণের শংসাপত্রে নিজের ছবি ছাপিয়েছেন, সারের বস্তা-আনাজপত্রের থলিও ছাড়েননি, তিনি এ বার কী ভাবে সুযোগ ছাড়বেন?”
বিরোধীদের অভিযোগ, উরির হামলার পরে সেনার সার্জিকাল স্ট্রাইককে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ২০১৭-র উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কাজে লাগিয়েছিল। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পরে বায়ুসেনার বালাকোট অভিযানকে ২০১৯-এর লোকসভা নির্বাচনে হাতিয়ার করেছিল। কোভিডের সময় মোদী টিকাকরণের শংসাপত্রে নিজের ছবি ছাপিয়েছেন।
বিরোধীদের অভিযোগের পরে রেল বোর্ড যুক্তি দিয়েছে, রেল সামরিক বাহিনীর সাফল্যে গর্বিত। তার জন্যই রেলের টিকিটে এই বার্তা ছাপানোর সিদ্ধান্ত হয়েছে। গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিও তিরঙ্গা আলোয় সাজানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)