তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি জনজাতির (এসটি) জন্য সরক্ষণের ব্যবস্থা রেখেই ৮,০৮৯ জন সরকারি কর্মচারী ও আধিকারিকের পদোন্নতির সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। গত ছ’বছর ধরে আইনি টানাপড়েনের জেরে অধস্তন সচিব স্তর পর্যন্ত ওই কর্মী ও আধিকারিকদের পদোন্নতির বিষয়টি ঝুলে ছিল।
কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর সূত্রে জানানো হয়েছে, এর মোট ১,৭৩৪টি পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণকে মাপকাঠি হিসেবে ধরা হয়নি। ৫,০৩২টি পদোন্নতি হয়েছে অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের। ৭২৭ জন এসসি এবং ২০৭ জন এসটি কর্মী পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পেয়েছেন। ৩৮৯টি পদোন্নতির ক্ষেত্রে কোনও তথ্য দেয়নি কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর।