স্কুলের বারান্দায় সারি দিয়ে বসে পড়ুয়ারা। তাদের সামনে পাতা খবরের কাগজ। আর তাতেই ভাত, ডাল, সব্জি দেওয়া হচ্ছে। সেই খাবারই চেটেপুটে খাচ্ছে শিশুরা! এমন ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়েছে মধ্যপ্রদেশের শেওপুরে। তড়িঘড়ি পদক্ষেপ করে স্থানীয় প্রশাসন। বিতর্ক শুরু হতেই ওই স্কুলের পড়ুয়ারা পেল নতুন স্টিলের থালা।
ঘটনাটি শেওপুরের হুল্লাপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গত মঙ্গলবার ওই স্কুলের পড়ুয়াদের মিড-মিল খাওয়ার ভিডিয়ো ভাইরাল (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) হয়। দেখা যায়, স্কুলপড়ুয়াদের খবরের কাগজে মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়েন স্কুল কর্তৃপক্ষ এবং বিজেপি সরকার। ঘটনার নিন্দা করেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শোরগোল পড়তেই স্থানীয় বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী রামনিবাস রাওয়াত এবং বিজয়পুর ব্লকের মহকুমাশাসক অভিষেক মিশ্র শনিবার ওই স্কুল পরিদর্শনে যান।
তার পরে রামনিবাস একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পড়ুয়ারা স্টিলের থালায় মিড-ডে মিল খাচ্ছে। বিজেপি নেতার কথায়, ‘‘আমাদের দল ঘটনাস্থলে গিয়েছিল। মিড-ডে মিলের খাবার পরখ করে দেখি। দেখেছি খাবার ঠিকঠাক ভাবে থালায় দেওয়া হচ্ছে। আমিও সেখানে খাবার খেয়েছি।’’ খবরের কাগজে খাবার দেওয়ার ঘটনা নিয়ে তিনি জানান, খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ হেন ঘটনা না-ঘটে সে দিকে খেয়াল রাখা হবে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ওই স্কুলের মিড-ডে মিল দেওয়ার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর বরাত বাতিল করা হয়েছে। আপাতত মিড-ডে মিলের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ নিজেদের হাতে রেখেছে বলে জানান স্থানীয় প্রশাসনের এক কর্তা।