Advertisement
E-Paper

বৃষ্টিতে ভাসছে বারাণসী! মোদীর লোকসভা কেন্দ্রে নাগাড়ে বর্ষণে বিপর্যস্ত নাগরিক জীবন, রাস্তায় রাস্তায় জমেছে হাঁটুসমান জল

শনিবার সকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-এর স্যর সুন্দরলাল হাসপাতাল চত্বরে প্রায় হাঁটুসমান জল জমে থাকতে দেখা যায়। জলমগ্ন হয়ে পড়েছে শহরের বেশ কিছু রাস্তাও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ২১:০৬
শনিবার সকালের বারাণসী শহর।

শনিবার সকালের বারাণসী শহর। ছবি: পিটিআই।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বারাণসী এবং সংলগ্ন বেশ কিছু এলাকা। গত তিন দিন ধরেই বৃষ্টি চলছে বারাণসীতে। শুক্রবার রাতভর বৃষ্টির পরে শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। তার জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান জল জমে রয়েছে রাস্তায়।

শনিবার সকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-এর স্যর সুন্দরলাল হাসপাতাল চত্বরেও প্রায় হাঁটুসমান জল জমে থাকতে দেখা যায়। সেই জল পেরিয়েই রোগী এবং তাঁদের পরিজনদের যাতায়াত করতে হয়। জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাও। শুক্রবারের টানা ৯ ঘণ্টায় বিএইচইউ চত্বরে ১০৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম ‘জাগরণ’ অনুসারে, গত ১২৫ বছরে অক্টোবর মাসে বিএইচইউ চত্বরে এমন বৃষ্টি হয়নি। এর আগে ১৯০০ সালের ৯ অক্টোবর বিএইচইউ চত্বরে ১৩৮.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। নাগাড়ে বৃষ্টির জেরে বারাণসীর তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ৬ ডিগ্রি কমে গিয়েছে।

শুক্রবারের একটানা বৃষ্টির জেরে গতরাত থেকেই জল জমতে শুরু করেছিল শহরের বিভিন্ন প্রান্তে। শনিবার সকালেও সেই জল সম্পূর্ণ নামেনি। বিএইচইউ চত্বর-সহ শহরের বিভিন্ন প্রান্তে কোথাও হাঁটুসমান, তো কোথাও আরও বেশি জল জমে থাকতে দেখা যায়। গোটা শহর জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। পেটের তাগিদে জামাকাপড় গুটিয়ে রাস্তায় নেমে পড়তে হয়েছে শহরবাসীকে। জমা জল পেরিয়েই চলছে যাতায়াত।

সম্প্রতি কলকাতাতেও রাতভর বৃষ্টিতে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছিল। এ বার সেই একই ছবি ধরা পড়ল উত্তরপ্রদেশের বারাণসীতেও। ঘটনাচক্রে, বারাণসী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র। গত কয়েক বছরে এই লোকসভা কেন্দ্রের সমূহ উন্নয়ন হয়েছে বলে বিভিন্ন প্রচারসভায় দাবি করে বিজেপি। প্রধানমন্ত্রী মোদীকেও তাঁর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জনসভায় এ বিষয়ে কথা বলতে শোনা যায়। তবে টানা বৃষ্টির জেরে এ বার পরীক্ষার মুখে পড়ল সেই বারাণসী শহরের নিকাশি ব্যবস্থা।

varanasi Waterlogged Uttar Pradesh Rain fall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy