উত্তরপ্রদেশের মৈনপুরীর বিজেপি নেত্রীর পুত্রের ঘনিষ্ঠ মুহূর্তের ১৩০টি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। স্ত্রীর অভিযোগ, বান্ধবীর সঙ্গে বিভিন্ন হোটেলে গিয়ে ওই ভিডিয়ো তুলে তাঁকে দেখাতেন স্বামী। আর এ ভাবেই মানসিক অত্যাচার করতেন নেত্রীর পুত্র। সেই সঙ্গে চলত শারীরিক নির্যাতন। তরুণী থানায় লিখিত অভিযোগও করেছেন। অভিযোগকারিণী, তাঁর বোন এবং ভগিনীপতির বিরুদ্ধে আবার পাল্টা অভিযোগ করেছেন বিজেপি নেত্রীর পুত্রের বান্ধবী। তাঁর অভিযোগ, ইচ্ছা করেই গোপন মুহূর্তের ভিডিয়ো ফাঁস করেছেন তরুণী। এতে তাঁর সম্মানহানি হয়েছে। এই নিয়ে সমাজমাধ্যমে বিজেপির দিকে আঙুল তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিজেপি যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেনি।
২০২১ সালের নভেম্বরে ওই বিজেপি নেত্রীর পুত্রের সঙ্গে বিয়ে হয়েছিল তরুণীর। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই শুরু হয় নির্যাতন। শাশুড়ি এবং স্বামী তাঁকে মারধর করতেন। প্ররোচনা দিতেন শ্বশুর। এর আগে থানায় গিয়ে অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু লাভ হয়নি। তাঁর দাবি, ‘ক্ষমতাবলে’ বিজেপি নেত্রী-শাশুড়ি গোটা বিষয়টি ধামাচাপা দেন। তরুণীর অভিযোগ, তাঁকে খাবার দিতেন না শ্বশুরবাড়ির লোক। যৌতুক নিয়ে খোঁটা দিতেন। এই আবহে বিজেপি নেত্রীর পুত্রের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
শুক্রবার সকালে থানায় স্বামী এবং বিজেপি নেত্রী-শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগ, যৌতুকের জন্য তাঁকে নির্যাতন করা হয়েছে। শুক্রবার বিকেলেই মৈনপুরী থানায় মামলা করেন এক তরুণী। তাঁর অভিযোগ, তাঁর কিছু আপত্তিকর ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করেছেন বিজেপি নেত্রীর পুত্রবধূ। এই ভিডিয়ো দেখিয়ে প্রথমে তাঁর থেকে টাকা চাওয়া হয়েছিল। তিনি দিতে অস্বীকার করলে তা প্রকাশ করা হয় সমাজমাধ্যমে। বিজেপি নেত্রীর পুত্রবধূর অভিযোগ, ওই মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর। অখিলেশ যাদব এই প্রসঙ্গে কর্নাটকের বিজেপি নেতার ‘কেচ্ছা’-র প্রসঙ্গও তুলেছেন। জানিয়েছেন, মহিলাদের সম্মান করতে পারে না বিজেপি।