তিন দিনের সফরে নিজের লোকসভা কেন্দ্র কেরলের ওয়েনাড়ে গিয়েছেন রাহুল গাঁধী। সেখানে বেশ কয়েকটি সমাবেশে যোগ দেওয়ার কথা তাঁর। জেলা পরিদর্শনেও গিয়েছেন। তার ফাঁকেই খুদে এক ভক্তের আবদার মেটালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। গাড়িতে তুলে চকোলেট দিলেন। তুললেন সেলফিও।
এসইউভিতে চেপে জেলা পরিদর্শনে বেরিয়েছিলেন রাহুল। পথের ধারে দাঁড়িয়ে ছিল ছোট্ট মেয়েটি। গাড়িতে উঠে কংগ্রেস নেতার সঙ্গে ছবি তুলতে চায়। রাহুল জিজ্ঞেস করেন, ‘‘তোমার নাম কী? আমার সঙ্গে আসবে?’’ এসইউভির দরজা খুলে সটান রাহুলের কোলে উঠে বসে পড়ে খুদে। তার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা ছবি তুলতে শুরু করেন।