Advertisement
E-Paper

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফের পুরুষ বাহিনীকে নেতৃত্ব দেবেন জম্মুর তরুণী সিমরন, কে এই তুলনাহীনা?

বছর ছাব্বিশের সিমরন জম্মু-কাশ্মীরের মেয়ে। আধাসেনার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কর্মরত। আর মাত্র পাঁচ দিন পরেই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফের সম্পূর্ণ পুরুষ দলকে নেতৃত্ব দিয়ে নজির গড়বেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১২:৩৫
Simran Bala, 26-year-old Assistant Commandant will lead all male contingent at Republic Day parade in Delhi

সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সিমরন বালা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষ জওয়ানদের নেতৃত্ব দেবেন এক তরুণী! আগামী ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্য পথে সিআরপিএফের প্রায় ১৫০ জন পুরুষ জওয়ানের একটি কুচকাওয়াজ দলের নেতৃত্ব দিতে চলেছেন মহিলা জওয়ান সিমরন বালা। ভারতের ইতিহাসে প্রথম বার!

বছর ছাব্বিশের সিমরন জম্মু-কাশ্মীরের মেয়ে। আধাসেনার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কর্মরত। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, আর মাত্র পাঁচ দিন পরেই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফের সম্পূর্ণ পুরুষ দলকে নেতৃত্ব দিয়ে নজির গড়বেন তিনি। কারণ, এর আগে মহিলা জওয়ানেরা কুচকাওয়াজ দলের নেতৃত্ব দিলেও কোনও মহিলাকে কখনও সম্পূর্ণ পুরুষ দলের নেতৃত্ব দিতে দেখা যায়নি। সে ক্ষেত্রে সিমরনই হবেন প্রথম।

জম্মুর রাজৌরি জেলার ছোট্ট শহর নওশেরা। সেখানেই জন্ম সিমরনের। জম্মুর গান্ধীনগরের গভর্নমেন্ট কলেজ ফর উইমেন থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন সিমরন। ২০২৫ সালে ইউপিএসসি-র পরিচালিত সিএপিএফ অ্যাসিন্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষায় উত্তীর্ণ হন। ওই বছরেরই এপ্রিল মাসে দেশের বৃহত্তম আধাসামরিক বাহিনীতে যোগ দেন তিনি। গুরুগ্রামের সিআরপিএফ অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সময়েও সেরা অফিসারের পুরস্কার পান তিনি। গোটা রাজৌরি জেলায় সিমরনই প্রথম মহিলা, যিনি সিআরপিএফ অফিসার হয়েছেন। শুরুতেই সিমরনের পোস্টিং হয় ছত্তীসগঢ়ের ‘বস্তারিয়া’ ব্যাটালিয়নে। পান নকশালবিরোধী অভিযান পরিচালনার দায়িত্ব।

প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্যবাহী কুচকাওয়াজেও গুরুদায়িত্ব পেয়েছেন সিমরন। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। প্রতিবারের মতো এ বছরও রাইসিনা হিল থেকে ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লা পর্যন্ত কর্তব্য পথ ধরে এগোবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দল। ভারতের সামরিক শক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র প্রদর্শন করবেন সেনার জওয়ানেরা। এ বছর রয়্যাল এনফিল্ড বুলেট বাইকে চড়ে সিআরপিএফ এবং সশস্ত্র সীমা বলের (এসএসবি) মহিলা ‘ডেয়ার ডেভিল্‌স’দের একটি যৌথ দলও এই কুচকাওয়াজে যোগ দেবে। ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও এই কৃতিত্ব দেখিয়েছিলেন দুই বাহিনীর মহিলা জওয়ানেরা। এ ছাড়া, এ বছর উটের পিঠে চড়ে সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিত্ব করবেন জওয়ানেরা। সিআইএসএফ-এর একটি কুচকাওয়াজ এবং ব্যান্ড দল থাকবে এ বারের কুচকাওয়াজে।

crpf CRPF Commandant Republic Day Parade Republic day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy