বিবাহবিচ্ছেদ নিয়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের মন্তব্যে এ বার চটলেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। সোনমের দাবি, কোনও বোধবুদ্ধি সম্পন্ন মানুষ মানুষ এ ভাবে কথা বলতে পারেন না। ভাগবতের এই মন্তব্যকে 'বোকা বোকা' এবং ‘পশ্চাদমুখী’ বলেও উল্লেখ করেছেন তিনি।
রবিবার আমদাবাদে আরএসএস কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বিবাহ বিচ্ছেদ নিয়ে নিজের মতামত জানান ভাগবত। সেখানে তিনি বলেন, ‘‘বর্তমানে দেশে বিবাহ বিচ্ছেদের ঘটনা বাড়ছে। শিক্ষিত ও সচ্ছল পরিবারগুলিতেই বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। শিক্ষা ও সচ্ছলতা মানুষের মধ্যে ঔদ্ধত্য আনে। তাতেই পরিবার ভাঙছে।’’
সংবাদমাধ্যমে ভাগবতের এই মন্তব্য সামনে আসতেই মুখ খোলেন সোনম। নিজের টুইটার হ্যান্ডলে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন শেয়ার করে লেখেন, ‘‘কোন বোধবুদ্ধি সম্পন্ন মানুষ এমন মন্তব্য করেন? এই ধরনের মন্তব্য বোকা বোকা এবং পশ্চাদমুখী।’’