তিনি সেই সংগঠনেই যোগ দেবেন, যেখানে পিছন থেকে ছুরি মারার কেউ থাকবে না। স্বাধীন ভাবে কাজ করার স্বাধীনতা পাওয়া যাবে— রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে ঠিক এ কথাই জানালেন অভিনেতা সোনু সুদ। পাশাপাশি জানিয়ে দিলেন, বোন রাজনীতিতে আসতে পুরোপুরি তৈরি। তবে কোন দলে যোগ দেবেন, তা এখনও ঠিক করেননি।
এখনই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে না থাকলেও, তাঁর বোন মালবিকা যে রাজনীতিতে নামতে তৈরি সে কথা জানিয়ে রবিবার সোনু জানান, তাঁর পরিবারের উৎসাহের জায়গা হল শিক্ষা এবং স্বাস্থ্য। পঞ্জাবের মানুষের সেবা করার ইচ্ছেও রয়েছে। মালবিকা সেই দিকেই কাজ করতে চান।
মালবিকা কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, সেই প্রশ্নের জবাবে সোনু বলেন, ‘‘রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ নয়, আসল ব্যাপার হল নীতি। আমার বোন মানুষ ও সমাজের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেন। এ বার তাঁর সেই লক্ষ্যেই যাত্রা শুরু হল।’’