প্রবল বৃষ্টিতে মহানগর বানভাসি হলেও এর জেরে আনাজের দাম বৃদ্ধির আশঙ্কা নেই বলেই মনে করছে রাজ্যের টাস্ক ফোর্স। এই বৃষ্টির কারণ দেখিয়ে কেউ আনাজের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলেও মঙ্গলবার দাবি করেছেন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি বলেন, ‘‘যে সব জেলা থেকে কলকাতায় আনাজ আসে সেখানে অতিরিক্ত বৃষ্টি হয়নি। টাস্ক ফোর্স বাজার পরিদর্শন করে আনাজের দামে নজর রাখবে।’’
একই দাবি করেছেন টাস্ক ফোর্সের আর এক সদস্য কমল দে। তাঁর বক্তব্য, ‘‘বনগাঁর চাষিদের ফোন করে জেনেছি যে ওখানে বৃষ্টি হয়নি। তাই ফলনে কোনও প্রভাব পড়বে না। তবে কলকাতায় আনাজ নিয়েআসা ছোট ট্রাকগুলি হয় তো শহরে ঢুকতে সমস্যায় পড়বে। তাতে দু’-এক দিন আনাজের সরবরাহে টানপড়তে পারে।’’
তবে বৃষ্টির জেরে ফুলচাষিদের অনেকে আশঙ্কিত। ফুলচাষের অন্যতম বড় উৎপাদন ক্ষেত্র দুই মেদিনীপুরে জোরালো বৃষ্টি হয়েছে। বিশেষ করে পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকে ফুল চাষে ক্ষতি হয়েছে।সারা বাংলা ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন, ‘‘গাঁদা, দোপাটি, অপরাজিতা, রজনীগন্ধা প্রভৃতি ফুলের পাপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুজোর সময় ফুলের চাহিদা পূরণে সমস্যা হবে। তবে এ বার পুজোয় পদ্মের জোগানে অসুবিধা হওয়ার কথা নয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)