শিশুদের স্তন্যপান করান এমন মায়েদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি প্রসন্ন বি বরালের পর্যবেক্ষণ, মা ও সদ্যোজাত শিশুর ভাল থাকা ও সুস্বাস্থ্যের জন্য স্তন্যপান করানো অপরিহার্য। তাই প্রকাশ্যে স্তন্যপান করানোর বিষয়টিকে নেতিবাচক ভাবে না নেওয়ার উপরে জোর দিয়েছে শীর্ষ আদালত। এ ক্ষেত্রে নাগরিকদেরই ভূমিকা নিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি ‘মাতৃ স্পর্শ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে। সংস্থাটির তরফে আদালতের কাছে আর্জি জানানো হয় যে, রাস্তাঘাটে স্তন্যপান করানোর জন্য আলাদা কক্ষ নির্মাণের নির্দেশ দেওয়া হোক। এই মামলার শুনানি গত ১৯ ফেব্রুয়ারি হলেও, সুপ্রিম কোর্টের নির্দেশটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
২০২৪ সালে কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য রুখতে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল কেন্দ্র। এই নির্দেশিকার অন্তর্ভুক্ত ছিল কাজের জায়গায় স্তন্যপান করানোর জন্য আলাদা কক্ষ রাখা। সেই নির্দেশিকা কার্যকর করার কথা জানিয়েছে শীর্ষ আদালত।