জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় একটি জলাশয় থেকে এক নাবালক-সহ তিন জনের দেহ উদ্ধার হল। গত মাসে ওই একই জায়গা থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছিল। বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই তিন জন। তিন জনের সন্ধানে তল্লাশি অভিযানে নামে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কাঠুয়া জেলার ওই জায়গাটি এমনিতেই জঙ্গি উপদ্রুত। গত দু’বছরে ওই এলাকায় একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই প্রৌঢ় যোগেশ সিংহ, দর্শন সিংহ এবং ১৪ বছরের কিশোর বরুণ সিংহ বুধবার সন্ধ্যায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। কিন্তু কাঠুয়া জেলার বিল্লাওয়ার এলাকায় তাঁরা হঠাৎ নিখোঁজ হয়ে যান। তার পর দু’দিন তিন জনের কোনও সন্ধান মেলেনি। শনিবার ওই এলাকারই একটি জলাশয় থেকে তিন জনের দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন:
প্রাথমিক ভাবে এটিকে খুনের ঘটনা বলেই মনে করছে পুলিশ। তবে তিন জনের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, কিংবা জঙ্গিরাই অপহরণ করে তাঁদের মেরেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।