বিরোধী রাজনীতিতে আলোড়ন ফেলেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সাম্প্রতিক অতীতে যা কখনই দেখা যায়নি, সেই সক্রিয়তা দেখিয়ে তাঁর ভারত সফরের দ্বিতীয় দিনে পঞ্জাবে দাঁডি়য়ে কৃষক-দরদি বক্তৃতা দিতে দেখা গেল তাঁকে। ঘোষণা করলেন কৃষক আন্দোলনে মৃত চাষিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ। কেন্দ্রকে বিঁধলেন ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত নীতি নিয়ে। তার আগে দিল্লিতে আপ নেতা তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের সঙ্গে বৈঠক করে জাতীয় রাজনীতিতে বিরোধী শক্তিকে পোক্ত করা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা সারলেন।
শনিবার এসপি নেতা অখিলেশ সিংহ যাদবের সঙ্গে আলোচনা করেছিলেন কেসিআর। জানা গিয়েছে, এর পর বেঙ্গালুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার সঙ্গে দেখা করতে যাবেন তিনি। পরের গন্তব্য মহারাষ্ট্র। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীঅন্না হজারের সঙ্গেও বৈঠক করবেন। বিহার এবং পশ্চিমবঙ্গেও যাওয়ার কথা আছে তাঁর।
টিআরএস নেতার এ হেন ভারত সফরের কার্য ও কারণ নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক শিবিরে। যদিও স্থির সিদ্ধান্তে আসতে পারেননি কেউই। বিজেপি-বিরোধিতায় তাঁর বিশ্বাসযোগ্যতা কখনই সে ভাবে তৈরি হয়নি। তবে গত এক মাস ধরে বিজেপির বিরুদ্ধে কিছুটা মুখর হতে দেখা গিয়েছে কেসিআর এবং তাঁর দলকে। আগে সংসদের ভিতরে বা বাইরে যা সে ভাবে দেখা যায়নি। গত মাসের গোড়ায় তিনি দিল্লি এসে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে ধর্নাতেও বসেছিলেন। দাবি, নতুন কৃষিনীতি তৈরি করে তেলঙ্গানা থেকে খাদ্যশস্য কিনুক কেন্দ্র।