Advertisement
১১ মে ২০২৪
National News

মুগলসরায় স্টেশন আজ থেকেই দীনদয়ালের নামে

বারাণসীর কাছে দেশের চতুর্থ ব্যস্ততম ওই রেল জংশনটির নতুন নাম হল ‘পন্ডিত দীনদয়াল উপাধ্যায়’ স্টেশন।

সেই মুগলসরায় স্টেশন।- ফাইল চিত্র।

সেই মুগলসরায় স্টেশন।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ২০:০৯
Share: Save:

বদলে গেল ঐতিহ্যবাহী মুগলসরায় স্টেশনের নাম।

বারাণসীর কাছে দেশের চতুর্থ ব্যস্ততম ওই রেল জংশনটির নতুন নাম হল ‘পন্ডিত দীনদয়াল উপাধ্যায়’ স্টেশন।

জনসঙ্ঘের এই বিশিষ্ট নেতা প্রয়াত হন ১৯৬৮ সালে। এ বছর দেশজুড়ে পালিত হচ্ছে তাঁর জন্মশতবার্ষিকী। তাই তাঁর স্মরণে দীনদয়ালের নামেই রাজ্যের প্রাচীন ও ঐতিহ্যবাহী রেলস্টেশন মুগলসরায়ের নামকরণ করার প্রস্তাব দিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার। গত অগস্টে রাজ্যের সেই প্রস্তাব অনুমোদিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

প্রয়াত জনসঙ্ঘ নেতা দীনদয়ালের নামে মুগলসরায় স্টেশনের নামকরণের রাজ্য সরকারি প্রচেষ্টার তীব্র বিরোধিতা হয়েছিল এক সময় সংসদে। সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ নরেশ অগ্রবাল।

আরও পড়ুন- কর্মীদের ‘সবুজ’ রাখতে গাছবাড়ি বানাল মাইক্রোসফ্ট​

আরও পড়ুন- আগামী সপ্তাহেই আমেরিকায় হামলার ছক উত্তর কোরিয়ার: রিপোর্ট​

যে জেলায় রয়েছে ওই মুগলসরায় স্টেশন, সেই জেলার মোট ৪৩৮টি নগর পঞ্চায়েতেরও নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফি বছর একটি করে। ওই পঞ্চায়েতগুলির নাম দেওয়া হবে ‘পঞ্চ দীনদয়াল উপাধ্যায় আদর্শ নগর পঞ্চায়েত’।

উইকিপিডিয়ার দেওয়া তথ্য বলছে, এই স্টেশনই এশিয়ার বৃহত্তম রেল ইয়ার্ড। যা সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ আর দিনে গড়ে দেড় হাজার ওয়াগন যাতায়াত করে এই স্টেশন দিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE