ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের। এ নিয়ে পর পর ৯ দিন। সোমবার লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ৪৬ পয়সা। ৫৯ পয়সা বেড়েছে লিটার প্রতি ডিজেলের দাম। তাতে গত এক বছরে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম এ দিনই সর্বোচ্চে গিয়ে ঠেকেছে।
লকডাউনের জেরে একটানা ৮২ দিন পেট্রল-ডিজেলের দাম বাড়ায়নি তেল সংস্থাগুলি। তার পর গত ৭ জুন থেকে ফের প্রত্যেক দিন তেলের দাম নির্ধারণ শুরু হয়। তাতে এখনও পর্যন্ত লিটার প্রতি পেট্রলের দাম ৪ টাকা ৯৮ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৫ টাকা ২৩ পয়সা বেড়েছে।
এ দিন নতুন করে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজধানী দিল্লিতে লিটার প্রতি তেলের দাম এসে ঠেকেছে ৭৬ টাকা ২৬ পয়সা। ৭৪ টাকা ৬২ পয়সায় এসে ঠেকেছে লিটার প্রতি ডিজেলের দাম।