কাঠুয়া গণধর্ষণ ও খুনের মামলার তদন্তকারী দলে একমাত্র মহিলা অফিসার ছিলেন তিনি। তদন্তে বহু বাধা এসেছে। পঠানকোট আদালতের রায় জানার পরে ডিএসপি শ্বেতাম্বরী শর্মার বক্তব্য, ‘‘তদন্ত ব্যর্থ করতে সব রকম চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা দমে যাইনি।’’
কাঠুয়ায় বকরওয়াল সম্প্রদায়ের বালিকার গণধর্ষণ ও খুনের মামলা নিয়ে হইচইয়ের জেরে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন হয়। সিটের নেতৃত্বে ছিলেন প্রাক্তন আইজি অলোক পুরী ও অপরাধদমন শাখার প্রাক্তন সিনিয়র সুপার রমেশকুমার জল্লা। সিটে ছিলেন অতিরিক্ত সুপার নাভেদ পীরজ়াদা, শ্বেতাম্বরী, সাব ইনস্পেক্টর ইরফান ওয়ানি, ইনস্পেক্টর কে কে গুপ্ত ও এএসআই তারিক আহমেদ।
শ্বেতাম্বরী বলছেন, ‘‘তদন্তে এত বাধা আসছিল যে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ছিলাম। যখন জানতে পারলাম মামলা ভন্ডুল করতে হিরানগর থানার পুলিশকর্মীদেরও ঘুষ দেওয়া হয়েছে তখন সত্যিই প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। ওই পুলিশকর্মীরা প্রমাণ নষ্ট করে দিয়েছিল।’’