গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে টাকা বার করতে গিয়ে ১৯ লক্ষ টাকা পুড়িয়ে ফেলল চোরেরা! ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।পুলিশ সূত্রে খবর, এটিএমের ভিতরে ১০০, ২০০ এবং ৫০০ মিলিয়ে মোট ছ’হাজার নোট ছিল। ১০০ টাকার নোট ছিল ২,৯৬৫টি, ২০০ টাকার নোটের সংখ্যা ছিল ১,৯১১ এবং ২,৫৭৩টি ছিল ৫০০ টাকার নোট। সব মিলিয়ে ১৯ লক্ষ ৬৫ হাজার ছিল এটিএমে।