বাড়িওয়ালা-ভাড়াটের ঝামেলা হয়নি এমনটা খুব কমই দেখা যায়। দু’পক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাতের বেশির ভাগটা জুড়ে থাকে ভাড়ার টাকা। অর্থাৎ ভাড়া দিচ্ছেন না ভাড়াটে— এমন অভিযোগ বাড়িওয়ালাদের মুখ থেকে হামেশাই শোনা যায়। কোনও বাড়িওয়ালা আইনের দ্বারস্থ হন, কেউ আবার ভাড়াটের সঙ্গে এ নিয়ে দড়ি টানাটানি চালিয়ে যান।
তবে এক বাড়িওয়ালা ভাড়া না পেয়ে যে অভিনব কৌশল নিলেন, নেটমাধ্যমে তা নিয়ে বেশ চর্চা হচ্ছে। অনেক দিন ধরে ভাড়া চেয়ে ক্লান্ত, হতাশ হয়ে পড়েছিলেন আমেরিকার ফ্লোরিডার এক বাড়িওয়ালা। টাকা আদায় করতে না পেরে তিনি ভাড়াটেদের একটা বড় তালিকা তৈরি করে তা বোর্ডে আটকে বাড়ির বাইরে টাঙিয়ে দেন। তার পাশে লিখে দেন, ‘রেন্ট ইজ ডিউ’ (ভাড়া বাকি)।