Advertisement
২৫ এপ্রিল ২০২৪
aggitation

Kalchini BDO: পাশ না করেও চাকরি কালচিনির বিডিও-র! টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের, বিক্ষোভ

আন্দোলনকারীরা টালিগঞ্জ থানায় অভিযোগ জানিয়ে ঘটনার তদন্ত দাবি করছেন। তাঁরা অবিলম্বে বিডিও-র পদত্যাগও দাবি করেছেন।

বৃহস্পতিবার মঞ্চের তরফে পিএসসি অফিসের সামনে একটি নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়।

বৃহস্পতিবার মঞ্চের তরফে পিএসসি অফিসের সামনে একটি নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৫:৫১
Share: Save:

ডব্লিউবিসিএস প্রিলিমানারি পরীক্ষায় পাশ না করেও চাকারি পেয়েছেন কালচিনির বিডিও। এই অভিযোগে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করল ‘দুর্নীতি মুক্ত মঞ্চ’ নামে এক সংগঠন। বৃহস্পতিবার মঞ্চের তরফে পিএসসি অফিসের সামনে একটি নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়।

পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ‘‘২০১৭ ব্যাচে পাশ করা কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৬.৮৬৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। তা সত্ত্বেও তিনি মেন পরীক্ষায় বসেন।’’ বিষয়টি নিয়ে তথ্যের অধিকার আইনে (আরটিআই) জানতে চাওয়া হয়। তখন পিএসসি সেই তথ্য জানায়। আন্দোলনকারীদের প্রশ্ন, প্রিলিমিনারি পরীক্ষায় পাশ না করেও তিনি কী করে মেন পরীক্ষায় বসলেন? তাঁদের অভিযোগ, এই নিয়োগের পিছনের কোনও প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। আন্দোলনকারীরা টালিগঞ্জ অভিযোগ জানিয়ে ঘটনার তদন্ত দাবি করছেন। তাঁরা অবিলম্বে বিডিও-র পদত্যাগও দাবি করেছেন।

বিষয়টি নিয়ে কালচিনির বিডিও-র সঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাঁর মতামত জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

aggitation BDO Recruitment Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE