প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান উড়িয়ে দেবে জঙ্গিরা! ফোনের ও পার থেকে মুম্বই পুলিশকে এমনই জানিয়েছিলেন এক ব্যক্তি। মঙ্গলবারই এই হুমকি ফোন পায় তারা। তার পরই তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানাল মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি জানান, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বিমানে বোমা-হামলা করার ছক কষেছে। খবর পাওয়ামাত্রই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। বিভিন্ন সংস্থাকে হুমকি ফোনের বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে আটক করেন তদন্তকারীরা। জানা যায়, তিনিই কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। গ্রেফতার করে তাঁকে ওই হুমকি ফোনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর মানসিক অবস্থা স্থিতিশীল নয়।
সোমবার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। ফ্রান্স সফর সেরে যাবেন আমেরিকায়। মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ভাল-খারাপ দিকগুলি তুলে ধরেছেন। তার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে নৈশভোজ সারেন। একান্ত বৈঠকও হয়। বুধবার মোদী এবং মাকরঁ, দু’জনে মার্সেইতে মাজ়ারগুয়েস যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শন করবেন। যুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন মোদী। ফ্রান্স সফর সেরে আমেরিকায় পাড়ি দেবেন তিনি। ভারত ছাড়ার আগে মোদী জানিয়েছিলেন, তাঁর মার্কিন সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির সুযোগ এনে দেবে। প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্বের কথা উল্লেখ করে মোদী জানান, দুই দেশের সমঝোতা আরও গভীর হবে। সেই সূত্রেই প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং সরবরাহ শৃঙ্খল— এই পাঁচ ক্ষেত্রের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন:
মোদীর প্রাণনাশের হুমকি ফোন পাওয়া নতুন ঘটনা নয়। গত বছর ডিসেম্বরে মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোন এসেছিল। আইএস জঙ্গিযোগের কথাও বলা হয়েছিল। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার আগে, মোদীর প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ।