Advertisement
২১ মে ২০২৪
Crime

পিস্তল দিয়ে জন্মদিনের কেক কেটে উদ্‌‌যাপন! পঞ্চায়েত প্রধান-সহ তিন জনের বিরুদ্ধে মামলা

গ্রামের পঞ্চায়েত প্রধান ও আরও দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পিস্তল।

অভিযুক্তদের কাছ থেকে পিস্তল ও গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অভিযুক্তদের কাছ থেকে পিস্তল ও গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ২১:২১
Share: Save:

দেশি পিস্তল দিয়ে জন্মদিনের কেক কেটে উদ্‌‌যাপন! এমন অভিযোগই উঠেছে মধ্যপ্রদেশের ভিন্ড এলাকায়। অভিযোগ উঠেছে গ্রামের পঞ্চায়েত প্রধান ও আরও দু’জনের বিরুদ্ধে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ১৬ নভেম্বর গোনা হরিদাসপুর গ্রামে একটি জন্মদিনের উদ্‌‌যাপনে দেশি পিস্তল দিয়ে কেক কাটতে দেখা যায় পঞ্চায়েত প্রধান ও আরও দু’জনকে। ওই পিস্তলটি বেআইনি ভাবে তাঁদের কাছে রাখা ছিল বলে অভিযোগ। তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

কেক কাটার মুহূর্ত ফেসবুকে লাইভ স্ট্রিমিং করেছিলেন পঞ্চায়েত প্রধান। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। গোটা বিষয়টি নজরে আসতেই তৎপর হয় পুলিশ। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁদের কাছে বেআইনি ভাবে পিস্তলটি রাখা ছিল। ওই পিস্তল ও দু’রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তাঁদের গ্রেফতার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। কার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছিল, সে ব্যাপারেও স্পষ্ট ভাবে জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE