বিহারে সেতুর উপর লাইনচ্যুত সিমেন্টবোঝাই মালগাড়ি। নদীতে পড়ে গেল মালগাড়ির বেশ কয়েকটি কামরা। বাকি কামরাগুলি পাশের লাইনে উল্টে পড়েছে। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিহারের শিমুলতলা স্টেশনের কাছে, তেলিয়াবাজার এলাকায়। দুর্ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বিভূতি এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে গয়া-ধানবাদ কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিমেন্টবোঝাই মালগাড়িটি জসিডি থেকে ঝাঝার দিকে যাচ্ছিল। শনিবার রাতে তেলিয়াবাজার হল্ট স্টেশনের কাছে ৬৭৬ নম্বর সেতুর উপর মালগাড়িটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। বেশ কয়েকটি কামরা পড়ে যায় বরুয়া নদীতে। আর অন্য কামরাগুলি পাশের লাইনে উল্টে পড়ে। ওই মালগাড়ির পিছনেই ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেস। দুর্ঘটনার পরেই ট্রেনটিকে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হয়। তবে এই দুর্ঘটনার জেরে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনা প্রসঙ্গে পূর্ব-মধ্য রেলের তরফে জানানো হয়েছে, লাইন পরিষ্কার করার কাজ চলছে। দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। উদ্ধারকাজে গতি আনতে আসানসোল, ঝাঝা এবং মধুপুর থেকে রওনা দিয়েছে মোট তিনটি ‘রিলিফ ট্রেন’।