আট বছর আগে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের আমরোহা জেলা দায়রা আদালত। কারাদণ্ডের সাজার পাশাপাশি অভিযুক্তদের ৪০ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এই খবর প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
২০১৪ সালের ১৩ জানুয়ারি আদমপুর থানা এলাকায় এক ২০ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দুই যুবকের বিরুদ্ধে। আবর্জনা ফেলতে গ্রামের বাইরে গিয়েছিলেন তরুণী। সেই সময় অভিযুক্তরা তরুণীকে টেনে নিয়ে গিয়ে সর্ষের খেতে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
বিচারপ্রক্রিয়া চলাকালীন সুরজপাল নামে এক অভিযুক্তের মৃত্যু হয়। বর্তমানে জগদীশ সিংহ নামে অপর অভিযুক্তকে সাজা ভোগ করতে হবে।