পটনা এমসের এক নার্সের বাড়িতে ঢুকে তাঁর দুই সন্তানকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পটনার জানিপুর থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তারা জানায়, আততায়ীরা এই কাজ করেছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কেন এ রকম ঘটন, সে বিষয়েও কিছু জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নার্সের পুত্র অংশ এবং কন্যা অঞ্জলি স্কুল থেকে ফিরেছিল। তার পরেই হঠাৎ নার্সের বাড়িতে ঢুকে কেউ তাদের গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। তাতে দেখা গিয়েছে, মেঝের উপরে পড়ে রয়েছে একটি শিশুর দেহ। তার মুখে কাপড় জড়ানো। মৃতদেহ আঁকড়ে বসে চিৎকার করে কাঁদছেন ওই নার্স। প্রতিবেশীরা সান্ত্বনা দিচ্ছেন।
ভোটমুখী বিহারে এই ঘটনার পরে নীতীশ কুমার সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। তাদের আভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।