মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেই মুম্বইয়ের আরে কলোনিতে বিতর্কিত মেট্রো কারশেড নির্মাণে স্থগিতাদেশ দিলেন উদ্ধব ঠাকরে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে গাছের একটি পাতাও কাটা যাবে না বলে জানিয়ে দিলেন তিনি।
বৃহস্পতিবার শপথ নেওয়ার পর শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করে উদ্ধব। এ দিন সাংবাদিক বৈঠক ডেকে উদ্ধব বলেন, ‘‘আরে কলোনিতে কারশেড তৈরির কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে গাছের একটি পাতাও কাটা যাবে না। বিষয়টি পর্যালোচনা করে দেখতে হবে। তবে কারশেড তৈরির কাজ বন্ধ থাকলেও, মেট্রোর কাজ চলবে।’’ রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী উদ্ধব মুম্বইকে বাঁচাতে চেষ্টায় কোনও ত্রুটি রাখবেন না বলেও জানান। তিনি বলেন, ‘‘রাতারাতি আরে কলোনিতে গাছ কেটে ফেলা হয়েছিল বলে কাগজে পড়েছিলাম। তা একেবারেই মেনে নেওয়া যায় না। আমিই মুম্বইয়ে জন্ম নেওয়া প্রথম মুখ্যমন্ত্রী। এই শহরকে বাঁচাতে যা দরকার পড়বে, করব।’’
তাঁর এই ঘোষণায় আপাতত স্বস্তির নিশ্বাস ফেলছেন মুম্বইয়ের পরিবেশকর্মীরা। বিধানসভা নির্বাচনের ঢের আগে থেকেই ওই অঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন তাঁরা। সেই সময় তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন উদ্ধব-পুত্র আদিত্য। ক্ষমতায় এলে এর একটা বিহিত করে ছাড়বেন বলেও জানিয়েছিলেন তিনি। তার পরেই এই সিদ্ধান্ত।