সাত দিনের মধ্যে মৃত্যু যুবতীর। অভিযোগ, আগে দুটো বিয়ের কথা বেমালুম চেপে গিয়েছিলেন স্বামী। কিন্তু শ্বশুরবাড়ি এসে নববধূ জেনে যাওয়ার শুরু হয় অশান্তি। তাঁকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন যুবক। উত্তরপ্রদেশের বারাণসীর ঘটনা।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজু পাল। তাঁর বাড়ি বারাণসী জেলার আমৌলি গ্রামে। গত ৯ মে তিনি বিয়ে করেন জৌনপুরের বাসিন্দা আরতি পালকে। ৪৪ বছরের রাজুর এটি তৃতীয় বিয়ে। আগের দুই স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। তবে বিয়ের আগে সেটা জানতেন না ২৬ বছরের আরতি। শ্বশুরবাড়ি এসে স্বামীর আগের দুটো বিয়ের কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি। শুরু হয় নবদম্পতির ঝগড়া।
গত বৃহস্পতিবার ঝগড়ার সময় আরতিকে মারধর শুরু করেন স্বামী। অভিযোগ মারতে মারতে স্ত্রীকে মেঝেতে ফেলে দেন রাজু। তার পর ভারী কোনও বস্তু দিয়ে মাথায় ঠুকে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবতীর।
আরও পড়ুন:
প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আরতির বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করা হয়। গ্রেফতার হন রাজু। পুলিশ জানিয়েছে, আরতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।