Advertisement
০৩ মে ২০২৪
elephant

Elephant: হাতিদের ‘জেড প্লাস প্লাস প্লাস’ নিরাপত্তা! ‘ভিআইপি’কে দেখতে পাচ্ছেন কি?

শাবকের জন্য হাতিদের নিরাপত্তার বেষ্টনী দেখে অবাক হতে হয়। এই দৃশ্য অনেককেই ‘ভিআইপি’ নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়েছে।

শাবকের জন্য হাতির দলের নিরাপত্তাবেষ্টনী। ছবি সৌজন্য টুইটার।

শাবকের জন্য হাতির দলের নিরাপত্তাবেষ্টনী। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৫:৩০
Share: Save:

এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক…।

হাতির ভিড়ের মাঝেই ছোট্ট শাবককে দেখা গেল। বড়দের সঙ্গে পা মিলিয়ে চলার চেষ্টা করছিল সেটি। নবজাতক সেই হাতিটি যাতে কারও শিকার না হয়, তাই একটা নিরাপত্তার বেড়া তৈরি করেছিল হাতির দল। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

শাবকের নিরাপত্তায় হাতির দল যে বেষ্টনী তৈরি করেছে, এই দৃশ্য অনেককেই ‘ভিআইপি’ নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়েছে। ভিডিয়োটি শেয়ার করেছেন বনাধিকারিক সুশান্ত নন্দ। ক্যাপশনে লিখেছেন, ‘হাতি যে ভাবে নবজাতকের নিরাপত্তা দেয়, সে ভাবে এই বিশ্বের কেউই বোধহয় পারে না। এই নিরাপত্তাকে জেড প্লাস প্লাস প্লাস নিরাপত্তা বলা ভাল।’

ভিডিয়োটি তামিলনাড়ুর কোয়ম্বত্তূরের সত্যমঙ্গলমের বলে দাবি করা হচ্ছে। এক টুইটার গ্রাহক লিখেছেন, ‘এ দৃশ্য সহজে দেখা যায় না। অসাধারণ। হাতিদের মধ্যে সম্পর্কের বাঁধন খুবই মজবুত।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elephant Tamilnadu Viral video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE