মহিলাদের শৌচালয়ে ক্যামেরা লাগানো ছিল। এমনই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করেছে। পুণের এক মহিলা সেই ক্যামেরার ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে দেন। তারপরই সেটি ভাইরাল হয়ে যায়। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী রিচা চাড্ডাও।
ইনস্টাগ্রামে আয়ুশি নামে এক মহিলা কয়েকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘বিহাইভ ইন্ডিয়া’ নামে পুণের একটি ক্যাফেতে গিয়েছিলেন। সেখানে শৌচালয় ব্যবহার করতে গিয়ে দেখতে পান, ছাদে একটি মোবাইলের ক্যামেরা রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান। ছবিও তোলেন ক্যামেরাটির।
শৌচালয় থেকে বেরিয়ে এসে ক্যাফে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু তাঁর কথায় কর্ণপাত করতে চাননি কর্তৃপক্ষ। ক্যামেরাটি খুলে ফেলা বা ক্যামেরা যে বা যারা লাগিয়েছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার উদ্যোগই দেখা যায়নি ক্যাফে কর্তৃপক্ষের মধ্যে। এমনকি ব্যবস্থা নেওয়ার কোনও প্রতিশ্রুতিও দেননি তারা। বরং বার বার বলার পর শেষে কর্তৃপক্ষ নাকি তাঁদের ঘুষ দিতে চান বলে অভিযোগ। বলেন, ‘আপনারা কী চান’। এমনই অভিযোগ করেছেন আয়ুশি।