Advertisement
০৫ মে ২০২৪
Viral

লকডাউনের মধ্যে বন্ধুর কাছে যেতে চেয়ে টুইট, বাঁচার পথ দেখাল পুলিশ

দীপক পিয়াল নামে এক ইউজার ২৪ তারিখ একটি টুইট করেন। সেখানে তিনি জানতে চান, জরুরি দরকারে দু’কিলোমিটার দূরে বন্ধুর বাড়ি যেতে পারেন কিনা। সঙ্গে জুড়ে দেন #লকডাউনকোয়ারি।

প্রতীকী চিত্র। ছবি: পিটিআই।

প্রতীকী চিত্র। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ১২:০৪
Share: Save:

করোনার হাত থেকে বাঁচার একমাlত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরতে নিষেধ করছে পুলিশ, প্রশাসন থেকে সবাই। তাও অনেকে এই অখণ্ড ছুটি পেয়েও যে ঘরে থাকতে চাইছেন না। এই সুযোগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা ভাবছেন। তেমনই এক ‘আবদার’ করে সোশ্যাল মিডিয়ায় পুলিশের কাছে জবাব পেলেন এক ব্যক্তি।

দীপক পিয়াল নামে এক ইউজার ২৪ তারিখ একটি টুইট করেন। সেখানে তিনি জানতে চান, জরুরি দরকারে দু’কিলোমিটার দূরে বন্ধুর বাড়ি যেতে পারেন কিনা। সঙ্গে জুড়ে দেন #লকডাউনকোয়ারি।

দীপকের এই টুইটের ১৪ মিনিটের মধ্যে দিল্লি পুলিশ উত্তর দেয়। রসিকতার সুরে সতর্ক করে হিন্দিতে লেখা হয়, “সত্যিকারের বন্ধু হলে ঘরেই থাকুন, ভিডিয়ো কল করে নিন।”

আরও পড়ুন: করোনার জেরে সবাই ঘরবন্দি, ওড়িশার সৈকতে লাখ লাখ ডিম পেড়ে যাচ্ছে কচ্ছপ

আরও পড়ুন: করোনার জেরে পানশালা বদলে যাচ্ছে মুদিখানায়, বাড়িতে পৌঁছে যাচ্ছে ককটেল

দিল্লি পুলিশের এই উত্তর নেটাগরিকদের মন জয় করে নিয়েছে। প্রচুর ইউজার এই টুইট দেখতে পেয়ে কমেন্ট বক্সে দিল্লি পুলিশের প্রশংসা করেছেন। সেই সঙ্গে লাইক ও শেয়ারও পাচ্ছে টুইটটি।

দেখুন সেই টুইট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in Inda Coronavirus Delhi Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE