রাস্তায় ঘুরে বেড়ানো কুমির উদ্ধার করছেন স্থানীয়রা। ছবি টুইটার থেকে নেওয়া
গুজরাতের বডোদরা-সহ বেশ কয়েকটি শহরে ভারী বৃষ্টি হয়েছে। রাস্তায় বৃষ্টির জল দাঁড়িয়ে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কুমির। নিজেদের স্বাভাবিক বাসস্থান থেকে জল বেয়ে শহরের রাস্তায় উঠে এসেছে কুমিরের দল। ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়।
বডোদরার বাসিন্দারা এখন একের পর এক টুইট করে যাচ্ছেন। তাঁদের সেই সব টুইট এখন ইন্টারনেটে ভাইরাল। রাস্তায় কুমিরের ঘুরে বেড়নোর ছবি তো আর প্রতিদিন দেখা যায় না। তাই তারা রাস্তার জলে কুমিরে ঘুরে বেড়ানোর সেই ছবি, ভিডিয়ো পোস্ট করছেন।
ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, রাস্তায় কোথাও কোথাও এক হাঁটু বা তার বেশিও জল জমে রয়েছে। আর সেই জলে ঘুরে বেড়াচ্ছে কুমির। সেগুলিকে ধরে উদ্ধার করছেন স্থানীয়রাই। যেখানে দেখা যাচ্ছে মুখ বাঁধা অবস্থায় কুমিরগুলিকে তুলে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। এমনকি একটি ভিডিয়ো আপলোড হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির।
আরও পড়ুন : উড়ে ইংলিশ চ্যানেল পার করে রেকর্ড গড়তে চান ইনি
আরও পড়ুন : বরফ গলে হু হু করে জল মিশছে সমুদ্রে, আশঙ্কার মেঘ দেখছেন বিজ্ঞানীরা
গুজরাতের বন দফতরের এক আধিকারিক নিতিন পটেল জানিয়েছেন, স্থানীয়রা কুমিরগুলিকে ধরেন। সেই সঙ্গে খবর দেন তাঁদের। তাঁরা গিয়ে কুমিরগুলিকে উদ্ধার করে এনেছেন।
Crocodiles found their way into Vadodara City flowing with flooding waters of River Vishvamitri pic.twitter.com/g9AMzi6NVC
— Pranav Shah (@PranavShah308) August 3, 2019
— Pankaj Kumar, IAS (@pkumarias) August 2, 2019
Claims of this from Akota. What makes floods in #Baroda scarier than anywhere else #crocodile pic.twitter.com/73LZV540Tr
— Shailendra Mohan (@shailendranrb) August 1, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy