সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশে শুরু হয়েছে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে সাধারণ মানুষ— এই আইনের বিরোধিতা করে বিক্ষোভে সামিল হয়েছেন অনেকে।
এই আইনের প্রতিবাদে সোমবার দিল্লিতে চলছিল বিক্ষোভ। নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে সোমবার জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে বিক্ষোভ কর্মসূচির মধ্যেই প্রতিবাদীরা যাতে চা পান করে একটু জিরিয়ে নিতে পারেন, সে ব্যবস্থা করলেন দুই শিখ ভাই। সোমবার ওই দুই ভাই চা বিলি করলেন বিক্ষোভকারীদের মধ্যে।
সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাদ্দাম নামের এক টুইটার ব্যবহারকারী। ১৫ সেকেন্ডের সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘এ জন্যই আমরা বলি সিং ইজ কিং...ইন্ডিয়া গেটে বিক্ষোভকারীদের জন্য চায়ের ব্যবস্থা করেছেন দুই শিখ ভাই।’
দেখুন সেই ভিডিয়ো—
This is why we call Singh is King... Here is video of Sikh brothers who arranged chai langar in India Gate for protestors... Truly Heroes ✊✌️ https://t.co/M8UYTQUyBG pic.twitter.com/iaqm81QrP3
— Hussain (@Hussain_Md_) December 16, 2019