Advertisement
E-Paper

বিশেষ কিছু ভিসা ছাড়া পাক নাগরিকদের ভারতে থাকার মেয়াদ শেষ! এর পর কেউ ধরা পড়লে কী কী শাস্তি হতে পারে

পাকিস্তান থেকে যাঁরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছেন, তাঁদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসাও। বেঁধে দেওয়া হয়েছে সময়ও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২০:২৪
What happens if Pakistani citizens stay in India after their visa expires

পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ নরেন্দ্র মোদী সরকারের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে। কারও মেয়াদ শেষ হয়েছে শনিবারই, কারও রবিবার। আবার কারও ভিসার মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। তার মধ্যেই সকলকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ফেরার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার।

পহেলগাঁও কাণ্ডকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানের দিকেই আঙুল তুলেছে। শুধু তা-ই নয়, ইসলামাবাদের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপও করেছে নয়াদিল্লি। তার মধ্যে উল্লেখযোগ্য হল, নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা। পাশাপাশি, আগে দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত! চলতি মাসেই শেষ হচ্ছে পাকিস্তানিদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সময় পেরিয়ে যাওয়ার পর যদি কেউ পাকিস্তানের ভিসা নিয়ে ভারতে থেকে যান, তাঁদের ভবিষ্যৎ কী?

পাকিস্তান থেকে যাঁরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছেন, তাঁদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসাও। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। পাকিস্তানিদের স্বল্পমেয়াদি ভিসা (১২ ধরনের) বাতিল করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, ‘সার্ক’ ভিসার মেয়াদ শেষ হবে ২৬ এপ্রিল অর্থাৎ শনিবারই তাঁদের ভারত ছাড়ার শেষ দিন ছিল। মেডিক্যাল ভিসা বাদে প্রায় সব পাকিস্তানি ভিসার মেয়াদই শেষ রবিবার অর্থাৎ ২৭ এপ্রিল। মেডিক্যাল ভিসার মেয়াদের শেষ তারিখ ২৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। তবে এই তালিকা থেকে বাদ থাকছে দীর্ঘমেয়াদি ও কূটনৈতিক ভিসা!

মোদী সরকার জানিয়েছে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি পাকিস্তানের নাগরিকেরা ভারত না ছাড়েন তবে কড়া পদক্ষেপ করা হবে। শুধু তা-ই নয়, সমস্ত রাজ্যকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পাকিস্তানিদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে। এ ব্যাপারে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নির্দেশের পরই রাজ্যগুলিতে শুরু হয়েছে পাকিস্তানিদের চিহ্নিতকরণের কাজ। তবে কাদের বিতাড়িত করা হবে, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে গত দু’দিনে ভারত ছেড়েছেন ২৭২ জন পাকিস্তানি। এমনটাই জানিয়েছেন প্রশাসনের এক আধিকারিক। তিনি মনে করছেন, রবিবার অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে আরও বেশি সংখ্যক পাকিস্তানির দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছ, রবিবারের মধ্যে ভারত ছাড়তেই হবে ১২ রকমের ভিসায় এ দেশে রয়েছেন এমন পাকিস্তানি নাগরিকদের। সেই ১২ রকমের ভিসা হল— ভিসা অন অ্যারাইভাল, বাণিজ্য, চলচ্চিত্র, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, পড়ুয়া, ভিজিটর, পর্যটকের দল, তীর্থযাত্রী, তীর্থযাত্রীর দল। শুধুমাত্র মেডিক্যাল ভিসাধারীদের ক্ষেত্রে আরও দু’দিন সময় দেওয়া হয়েছে। নতুন করে আর পাকিস্তান নাগরিকদের ভিসা না দেওয়ার নির্দেশও দিয়েছে কেন্দ্র। তবে তালিকা থেকে বাদ থাকছে দীর্ঘমেয়াদী ভিসাধারীরা। পাকিস্তানের সংখ্যালঘু, যিনি ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ তাঁদের ক্ষেত্রে এই ভিসা দেওয়া হয়। তাঁদের এখনই দেশ ছাড়তে হচ্ছে না।

ভারত সরকারের বেঁধে দেওয়া সময় উত্তীর্ণ হওয়ার পরও যদিও কোনও পাকিস্তানের নাগরিক এ দেশে থেকে যান, তবে তাঁদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশ আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। কী বলা হয়েছে সেই আইনে? ভারতে থাকাকালীন যদি কোনও বিদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তা হলে তাঁকে জরিমানা, কারাদণ্ড, নির্বাসন বা আবার এ দেশে প্রবেশের জন্য কালো তালিকাভুক্ত করা হতে পারে। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কত দিন ভারতে থাকছেন সংশ্লিষ্ট ওই বিদেশি, তার উপর নির্ভর করবে শাস্তির বিধান।

Pahalgam Terror Attack VISA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy